সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে মোহাম্মাদ আলী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগধা গ্রামের সরস্বতী শাখা নদীতে ডুবে শিশুটি মারা যায়।
নিহত শিশু মোহাম্মাদ আলী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাটিকুমরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোহাব্বত আলী শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুদের সঙ্গে নদীতে গোসলে নামে শিশু মোহাম্মাদ। এক পর্যায়ে সে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুজি করে প্রায় দেড় ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম