কবিরহাটে ককটেলসহ ১৮ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর কবিরহাটে ককটেলসহ ১৮ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ওটারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা সবাই সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার বলে জানা গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার দাবিতে বুধবার বিকেলে বাটইয়া ইউনিয়নের জামতলায় বিক্ষোভ মিছিল করে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী অনুসারীরা।

অপরদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারীরা ওই ইউনিয়নের ওটারহাটে মিছিল করে। পরে ওটারহাটের লোকজন সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে থানায় খবর দিলে মাইক্রোবাসে থাকা ১৮ যুবককে পুলিশ আটক করে।

jagonews24

এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস তল্লাশি করে তিনটি লোহার পাত ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তারা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বলে দাবি করেছেন স্থানীয়রা।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।