নারায়ণগঞ্জে ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৪ জনের কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভেষজ ওষুধ উৎপাদনের দায়ে চারজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ‘সেফটি হেলথ ইউনানি ল্যাব’ নামে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মো. মনির হোসেন (২৯), মো. ফজল খান (৬৫), মো. নজরুল ইসলাম (৪৪) এবং মো. ইয়াছিন (১৯)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

rab1

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেফটি হেলথ ইউনানি ল্যাবের ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধসহ চারজনকে আটক করা হয়। জনস্বাস্থ্যের ওপর অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এসব ওষুধের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই ফ্যাক্টরিতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধ ধ্বংস করা হয়।

এস কে শাওন/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।