সিরাজগঞ্জে ২৬ ট্রান্সফরমার চুরি, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে গত আট মাসে বিভিন্ন এলাকার ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঘটনা ঘটেছে। এতে বারবার টাকা খরচ করে ট্রান্সফরমার কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারও গ্রাহক। এ নিয়ে থানায় মামলা করলেও এখন পর্যন্ত ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পল্লী বিদ্যুৎ তাড়াশ জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন থেকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ২১টি ট্রান্সফরমার চুরি হয়। নতুন করে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৭৭ হাজার ৫৫ টাকা।

ভুক্তভোগী সোলায়মান, আবু সাইদ মোল্লা, আ. রশিদ ও সুলতান বলেন, আমাদের এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ভয়ে শিকল দিয়ে খুঁটির সঙ্গে আটকে রেখেছিলাম। তবুও চুরি হওয়া থেকে রক্ষা করতে পারিনি। এখন আমরা অর্ধশতাধিক পরিবার অন্ধকারে বসবাস করছি।

তারা আরও বলেন, আমাদের এখানে সবাই কৃষক, ভ্যান চালক, দিনমজুর। নতুন করে ট্রান্সফরমার আনার ভর্তুকির টাকাও যোগাতে পারবে না অনেক পরিবার। তবে রাতে পুলিশের টহল জোরদার করলে চুরির ঘটনা ঠেকানো সম্ভব।

এ বিষয় পল্লী বিদ্যুৎ সমিতির (তাড়াশ জোনাল অফিস) ডিজিএম মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, এ বছরে আমাদের কার্যালয়ের আওতায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। মামলা দিচ্ছি, কিন্তু এখনো চোর ধরা পড়েনি। চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি। জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং করেছি। এছাড়াও গ্রাহকদের বলছি আপনারা একটু সজাগ থাকুন। এরপরও চুরির ঘটনা ঘটছে।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলা তদন্তপূর্বক এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।