পঞ্চগড়ে ৪০৩ গ্রাম পুলিশকে সাইকেল উপহার দিলেন ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

পঞ্চগড়ের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে ৪০৩ গ্রাম পুলিশকে দেওয়া হলো বাইসাইকেল উপহার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে তাদের হাতে বাইসাইকেল দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

তিনি বলেন, আজ কয়েকটি ইউনিয়নের ৪০৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দেওয়া হয়েছে। সরকারি সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে জেলার প্রত্যেক গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেবো। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে এ সাইকেল দেওয়া হবে।

সফিকুল আলম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।