২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভার নির্বাচন, চলছে প্রচারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১

আগামী ২০ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দুই দফা নির্বাচন স্থগিত হয়। শুক্রবার থেকে ফের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ১৩ হাজার ৪৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিন ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৫ জন প্রার্থী নতুন। বাকি ২১ জনের আগে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম বলেন, করোনা মহামারির কারণে নির্বাচন দুই দফা পিছিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নয়টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে চারজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে দুইজন, ২ নম্বর ওয়ার্ডে দুইজন, ৩ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৪ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৫ নম্বর ওয়ার্ডে দুইজন, ৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে দুইজন, ৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৮ মার্চ ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশবিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় বর্তমানে ২৭টি মহল্লায় ২৮ হাজার ৮৩ জন পুরুষ, ২৫ হাজার ২৩৮ জন নারী বসবাস করে। প্রতিষ্ঠার পর এর আগে তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ পৌরসভায়।

এন কে বি নয়ন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।