উপকূল পরিচ্ছন্ন দিবসে কুয়াকাটায় ম্যারাথন দৌড়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্ন দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ম্যারাথন দৌড় ও বিচ ক্লিনিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতে ওয়ার্ল্ড ফিস (ইকোফিশ-২) ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে র‌্যালি, ম্যারাথন দৌড়, সি বিচ ক্লিনিং অনুষ্ঠিত হয়।

jagonews24

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, ওয়ার্ল্ড ফিস ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব প্রমুখ।

jagonews24

ম্যারাথন দৌড়ে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ঝাউবন গিয়ে পুনরায় ফিরে এসে জিরো পয়েন্টে শেষ হয়। দৌড়ে প্রায় ৫০ প্রতিযোগী অংশ নেয়।

jagonews24

ম্যারাথন দৌড় শেষে সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে পর্যটক, ক্যামেরাম্যান, ট্যুর গাইড, টুরিস্ট পুলিশসহ অনেকে অংশ নেয়।

jagonews24

অনুষ্ঠান শেষে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মিজানুর রহমান জানান, সৈকত পরিচ্ছন্নতার দায়িত্ব সবার। তাই প্রতিনিয়ত জনসচেতনা তৈরিতে কাজ করা হচ্ছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।