১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দুই সপ্তাহের মধ্যে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভায় মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিশুদের উপযোগী টিকা দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথমে ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই স্বস্তির নিশ্বাস নেওয়া যাচ্ছে। এর আগে যুক্তরাজ্যের লাল তালিকায় থাকা বিশ্বের আট দেশ থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। এটা আমাদের দেশের জন্য সুখবর।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।

বি এম খোরশেদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।