মঙ্গলমাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝিরঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন করছে পদ্মা সেতু রক্ষা কমিটি। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ গণ-অনশন শুরু হয়ে রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে।

অনশনকারীরা জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে গত ৩২ দিন ধরে বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ফেরি চলাচল করার কথা ছিল। তাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচলের জন্য গত ২০ আগস্ট মঙ্গল মাঝিরঘাট নির্মাণ কাজ শুরু করে। কাজটি শেষ হয় ২৫ আগস্ট সন্ধ্যায়। পরে রাতেই রোরো ফেরির পন্টুন বসানো হয়। কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

jagonews24

এ সময় পদ্মা সেতু রক্ষা কমিটি আহবায়ক জামাল মাদবর, সদস্য সচিব পলাশ খা, বরকত মোল্লা, বাদশা শেখ, শাকিল মোড়ল, জাহিদ শিকারী, জিমেল আহমেদ অপিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল বলেন, এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষ দুর্ভোগে পড়েছেন। তাই বিকল্প হিসেবে মঙ্গলমাঝির এলাকায় আমরা ফেরিঘাট নির্মাণ করি। এ রুটে ফেরি চালু বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।