সুনামগঞ্জে দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নোয়াখালির দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন অন্তত ৩০ জন যাত্রী। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বাসে থাকা যাত্রী মনোয়ার আহমদ হিমেল বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরের খাদে পড়ে ডুবে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহত যাত্রী ও বাস উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

লিপসন আহমেদ/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।