শায়েস্তাগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশিত: ০১:৪৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিভিত্তে উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভাটি শৈলজুড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সোহাগ মিয়া (২৪), মরম আলীর ছেলে রুকন মিয়া (৩২) ও বসর উদ্দিনের ছেলে ছুরুক মিয়া (৩৫)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়ার দোলন মিয়ার বাড়িতে যান ঢাকার বাউল শিল্পী ইতি সরকার। পরে ফেরার পথে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় সড়কের মধ্যে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তার কাছ থেকে দুটি মোবাইল, ২৫ হাজার টাকা, স্বর্ণের একটি আংটি ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র।

এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন বাউল শিল্পী ইতি সরকার। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের স্বীকারোক্তি নিয়ে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।