মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো শ্রমিকদল নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ ফরিদ নামের এক শ্রমিকদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ফরিদ (৩২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গীলা এলাকার মৃত তাইজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসাইন জানান, বুধবার রাতে মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে নয়নপুর এলাকায় যান ফরিদ। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরিদসহ চারজন গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

মো. আমিনুল ইসলাম/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।