মানিকগঞ্জে করোনা উপসর্গে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সুর্বণা ইসলাম রোদেলা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল বলে জানা গেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার করোনা ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়ে। রাতেই শহরের বেউথা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সুর্বণা মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন বলেন, ওই শিক্ষার্থী সবশেষ ১৫ সেপ্টেম্বরে স্কুলে যায়। তখন সে সুস্থ ছিল। কিন্তু ২০ সেপ্টেম্বর থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেন, বুধবার দুপুরে পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার প্রচণ্ড শ্বাসকষ্ট, গলা ও বুক ব্যথা ছিল। তার সিটি স্ক্যান করা হয়। কিন্তু আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় তাকে করোনা ডেডিকেটেড ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানাতে পেরেছি।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর মধ্যে করোনার উপসর্গ ছিল। তবে নমুনা পরীক্ষার করা হয়নি।

বি.এম খোরশেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।