মেহেরপুরে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর বন বিভাগের কর্মকর্তারা গন্ধগোকুলটি উদ্ধার করেন।

জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার আজম খানের বাড়িতে গন্ধগোকুলটি লাফালাফি করছে দেখে বনবিভাগের খবর দেওয়া হয়। পরে বিকেলে সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহর নেতৃত্বে বন বিভাগের লোকজন এসে গন্ধগোকুলটি উদ্ধার করেন।

গন্ধগোকুলকে এলাকাভেদে এশীয় তাল খাটাশ, ভোঁদড়, লেঞ্জা, ভামসহ নানা নামে ডাকা হয়ে থাকে।

মেহেরপুর সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ার কারণে প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না। তবে নিজেকে বাঁচাতে মানুষকে ভয়-ভীতি দেখায়। গন্ধগোকুলটিকে বন-জঙ্গল এলাকায় অবমুক্ত করে দেওয়া হবে।

আসিফ ইকবাল/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।