মাওলানা নেই, নিজেই মোনাজাত ধরলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আধুনিক শিশুপার্ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রামে শিশুপার্ক নির্মাণকাজ শুরু হয়। এ সময় কোনো হুজুর না থাকায় নিজেই মোনাজাত পরিচালনা করেন কাদের মির্জা।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি আধুনিক শিশুপার্ক নির্মাণ হোক। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে শিশুপার্কের নির্মাণকাজ চালু করা হলো। এজন্য তিনি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। পরে তিনি মোনাজাত পরিচালনা করেন।

শিশুপার্কটি নির্মাণ প্রসঙ্গে বসুরহাট পৌরসভার সচিব মো. হালিম উল্যাহ জাগো নিউজকে বলেন, এটি মাত্র শুরু করা হলো। পৌরসভা ও পাবলিক পার্টনারশিপে পার্কটির নির্মাণকাজ শেষ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।