সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশ, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশের দায়ে গোলাম রসুল (৩৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইসমত আরা বলেন, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল ওই বছরের ২৪ আগস্ট সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি খামে ভরে তার বাবার বাড়ির সামনে রেখে যান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯ আপত্তিকর ছবি জব্দ করে। পুলিশ সেদিন গোলাম রসুলকে গ্রেফতার করলে পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।