কক্সবাজারের ‘মারমেইড কফি’ এখন নওগাঁয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারের ‘মারমেইড কফি’ দেশের উত্তরের জেলা নওগাঁয় যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নওগাঁর কাজীর মোড়ে মারমেইড কফির আউটলেটটি উদ্বোধন হয়।

যারা একটু আরাম-আয়েশ করে কফি পান করতে চান তাদের মনের মতো করে সাজানো হয়েছে মারমেইড কফি শপ। শপের দেয়ালে স্থান পেয়েছে রং-তুলিতে আঁকা চিত্র। বসানো হয়েছে উন্নতমানের কফি মেশিন। মৃদু মিউজিকের তালে একসঙ্গে পাঁচ থেকে ছয়জন কফি আড্ডায় মেতে উঠতে পারবেন।

jagonews24

দৃষ্টিনন্দন মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন। মারমেইড কফি শপে থাকছে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা।

jagonews24

মারমেইড কফির পরিচালক (সেলস) আরমান পারভেজ মুরাদ বলেন, সারাদেশে মারমেইড কফি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে আমাদের। সবার আগে নওগাঁবাসীই পাচ্ছেন মারমেইড কফির স্বাদ নেওয়ার সুযোগ। যারা কফি শপে নিয়মিত যান তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।