মায়ের হাত থেকে ট্রাক্টরের চাকার নিচে শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আয়েশা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের মোল্লাবাজার জুনিয়র হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আয়েশা আক্তার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. তাজুল ইসলাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশু আয়েশা আক্তার। সে মা তানিয়া আক্তারের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাক্টারের চাকায় পিষ্ট হয় আয়েশা আক্তার। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।