যুবলীগ হবে জামায়াত-শিবিরের প্রেতাত্মামুক্ত: নিক্সন চৌধুরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

যুবলীগ জামায়াত-শিবিরের প্রেতাত্মামুক্ত হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি বলেন, শুধু ফরিদপুর নয়, শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারা বাংলাদেশে মানবিক যুবলীগ গঠিত হবে। যার উদাহরণ ইতোমধ্যে ফরিদপুর যুবলীগের কমিটি গঠনের মধ্য দিয়ে আপনারা পেয়েছেন। পুরো কমিটিতে একজনও জামায়াত-শিবির ও বিএনপি পাবেন না। অথচ বিগত দিনে ফরিদপুরের যুবলীগ হয়েছিল জামায়াত-বিএনপি করা পরিবারের সদস্যদের দিয়ে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন নিক্সন চৌধুরী।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ফরিদপুর-৪। সেখান থেকে সদর আসনে এসে নির্বাচন করার চিন্তা-ভাবনা বা উদ্দেশ্য আমার নেই। আমি এখানে আসার কারণ একটাই। এখানে বড় এক দানবের উত্থান হয়েছিল। সেই দানবের পতন ঘটানোর জন্যই আমার সদর আসনে আসা। অনেকেই ভাবতে পারেন আমি ফরিদপুর-৪ ছেড়ে ফরিদপুর-৩ সদর আসনে নির্বাচন করবো কি না। তাদের উদ্দেশ্যে বলি, আমি এখানে নির্বাচন করতে নয়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু হওয়া শুদ্ধি অভিযান সফল করতে এসেছিলাম। সেই দানবের পতন হয়েছে। ফরিদপুরের জনগণ আজ দানবমুক্ত। এখন আর ওইভাবে আসবো না, আপনারা দাওয়াত দিলে অতিথি হিসেবে আসবো।

jagonews24

নেতাকর্মীদের সতর্ক করে নিক্সন চৌধুরী বলেন, ফরিদপুরে নতুন করে আপনাদের গ্রুপিং এর কারণে যেন দানব বাহিনী মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ফরিদপুরের দীর্ঘ ১২ বছর ধরে এক স্বৈরাচারের শাসনে ছিল, ওই স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্যাতন করেছে, জমি দখল করেছে। জননেত্রী শেখ হাসিনা সেই স্বৈরাচার, সেই রাজাকারের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করেছে।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একেএইচ গ্রুপের পরিচালক শামীম হক, সহ-সভাপতি ও হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, পৌর মেয়র অমিতাভ বোস, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।