এইডসের রোগীদের চিকিৎসায় যশোরে হচ্ছে এআরটি সেন্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসায় যশোরে এন্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার স্থাপন করা হচ্ছে। এটি স্থাপিত হলে এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসার জন্য আর খুলনায় ছুটতে হবে না। যশোরেই তাদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এইচআইভি/এইড্স বিষয়ক এক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এ তথ্য জানান। লাইট হাউজ যশোর সাব-ডিআইসি এ সভার আয়োজন করে।

যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বসবাস করে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করলে এইচআইভি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

সভাপতি সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, এইচআইভি/এইড্স আক্রান্তদের একটি বড় অংশ জানে না তারা কীভাবে সংক্রমিত হলেন। তাই সব শ্রেণির মানুষের মধ্যেই সচেতনতা দরকার। যশোরে এখনো এইডস রোগীদের চিকিৎসার জন্য কোনো সেন্টার নেই। এজন্য রোগীদের খুলনায় পাঠাতে হয়। তবে শিগগির যশোরে এইচআইভি/এইড্স রোগীদের চিকিৎসায় এআরটি সেন্টার স্থাপন করা হচ্ছে। এটি স্থাপিত হলে এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসার জন্য খুলনায় ছুটতে হবে না। এ সময় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্ক্রিনিং সেন্টার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় জানানো হয়, যশোরে এখন পর্যন্ত ১২২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন এইডস রোগী মারা গেছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান, এনজিও প্রতিনিধি আবিদুর রহমান, শাহজাহান নান্নু, অ্যাডভোকেট সাদেকা খাতুন বিল্লু, ওয়ার্ড কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, এসআই খান সাহাবুল রহমান, ইমাম রমজান আলী লিটন প্রমুখ।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।