‘রেট অনুযায়ী’ ঘুস দিতে না পারায় রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর জমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যশোরের মণিরামপুরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি এখানে একটি অফিস দেখছি। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এ তথ্য কি সঠিক?

স্বপন ভট্টাচার্য বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গেলাম। সেখানে ‘রেট অনুযায়ী’ ঘুসের টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি হয়নি।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সমাবেশে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।