ব্রহ্মপুত্র নদে ৪৯ কেজির বিশাল বাঘাইড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:২২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ জালে ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ৪৯ কেজি। উপজেলার ঘুঘুমারি সুখের বাতি এলাকার এক জেলের জালে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ধরা পড়া বাঘাইড়টি প্রথমে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও হাত ঘুরে দাম উঠে এক হাজার ৩০০ টাকা কেজি পর্যন্ত।

জানা যায়, জেলের কাছ থেকে প্রথমে মাছটি কিনে নেন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরটারী জেলে পাড়া গ্রামের মাছ ব্যবসায়ী বাবলু দাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) তিনি মাছটি কেজিতে ৫০ টাকা লাভে (এক হাজার টাকা কেজি দামে) পাইকারী দামে বিক্রি করেন উপজেলার সবুজ পাড়া এলাকার মাছ ব্যবসায়ী লাল চানের কাছে। পরে লাল চান মাছটি ১২শ থেকে ১৩শ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি করেন।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনজুরুল ইসলাম মঞ্জু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাবলু দাস নামের এক মাছ ব্যবসায়ী আমাকে ডেকে ৪৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ দেখান। শুনেছি (বুধবার), মাছটি ১২শ-১৩শ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। আমাদের এখানে আগেও এরচেয়ে বড় বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। কিছুদিন আগেও ৬৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। তবে এবারের মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে, সেটি জানা নেই।

এ ব্যাপারে বাবলু দাস জানান, ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ৪৯ কেজি ওজনের বাঘাইড় মাছটি ঘুঘুমারি সুখের বাতি এলাকার এক জেলের কাছ থেকে ৯৫০ টাকা কেজি দরে কিনে লাল চানের কাছে এক হাজার টাকা কেজি পাইকারি দরে বিক্রি করেছি। পরে স্থানীয়দের কাছে মাছটি আরও বেশি দামে খুচরা বিক্রি হয়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান জাগো নিউজকে বলেন, একটি বিশালাকৃতির বাঘাইড় মাছ বিক্রির বিষয়ে লোক মারফতে জেনেছি। শুনেছি, মাছটি ভালো দামে বিক্রি হয়েছে।

মো. মাসুদ রানা/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।