চুরির অপবাদে ছেলের সঙ্গে ঝগড়া, সকালে মিললো মায়ের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওরে রাহেলা খাতুন (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় তার মরদেহ।

পুলিশ জানায়, রাহেলা খাতুন উপজেলার করজনা গ্রামের মো. অহেদ আলী খানের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে একই গ্রামে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাহেলা খাতুন মেজ ছেলে বাবু খানের বাড়িতে খাবার খেয়ে মেয়ের বাড়িতে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ছেলে বাবু খান তার মায়ের কাছে এসে বলে তুমি আমার এক হাজার টাকা চুরি করেছ। এ নিয়ে মা ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, ছেলের দেওয়া চুরির অপবাদ সইতে না পেরে রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মা রাহেলা খাতুন।

মৃত রাহেলার নাতি আরিফুল ইসলাম বলেন, আমার মেজ কাকা দাদিকে এক হাজার টাকা চুরির অপবাদ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ কারণেই আমার দাদি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মো. বাবুল মিয়া বলেন, আমি শুধু মাকে বলেছি এক হাজার টাকা এনেছ কেন। এ নিয়ে মায়ের সঙ্গে আমার সামান্য কথাকাটাকাটি হয়। এর বেশি কিছু আমি বলিনি। এরপর আমি আর জানি না। সকালে খবর পাই মা মারা গেছেন।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মায়ের সঙ্গে ছেলের টাকা-পয়সা নিয়ে কথাকাটাকাটি হওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বি.এম খোরশেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।