হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (বিরামপুর) দিনাজপুর
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্থলবন্দরের অভ্যন্তরীণ সব রয়েছে কার্যক্রম স্বাভাবিক।

শনিবার (২ অক্টোবর) সকালে হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গান্ধীজীর ১৫২তম জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি। সেই কারণে ভারত কোনো সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, রোববার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।