নোয়াখালীতে প্রকৌশলীকে মারধর, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
নোয়াখালীর মাইজদীতে নাজমুন হাসান নিপুন (২৭) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) রাতে ভুক্তভোগী প্রকৌশলী বাদী হয়ে সুধারাম থানায় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ওরফে মোতালেবকে (৪৫) আসামি করে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বাদী উপ-সহকারী প্রকৌশলী নাজমুন হাসান নিপুন সুধারামের উত্তর খানপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
অন্যদিকে আসামি সাদ্দাম হোসেন ওরফে মোতালেব সুধারামের বড় মসজিদ মোড়ের হানিভিউ প্লাজার সাদ্দাম ফ্যাশনের মালিক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপ-সহকারী প্রকৌশলী নিপুন বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন বিচ্ছিন্নকরণ অভিযানে যান। এসময় মোতালেবের ৫২ হাজার ৩৮৬ টাকা বকেয়া থাকায় তার লাইন বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎকর্মী মো. জহির উদ্দিন ও মো. সালাহ উদ্দিনকে মারধর করেন। এ ঘটনায় তিনি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম