তিন মামলায় কাদের মির্জার অনুসারী গ্রেফতার
তিন মামলায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী জিয়াউল হক নয়নকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে বসুরহাট হাসপাতাল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার জিয়াউল হক নয়ন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আনিছুল হক মাস্টারের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, গ্রেফতার নয়ন দাঙ্গা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া তিন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস