প্রতারকের খপ্পরে শিক্ষক, খোয়ালেন তিন লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ অক্টোবর ২০২১

প্রতারক চক্রের খপ্পরে পড়ে তিন লাখ টাকা খোয়ালেন ইয়াহিয়া খান নামে এক শিক্ষক। সোমবার (৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ে সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

স্থানীয়রা জানায়, ইয়াহিয়া খান উপজেলা সদরের আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। দুপুরে তিনি সোনালী ব্যাংক পঞ্চগড় শাখায় ঋণের তিন লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে ভরে ব্যাংক থেকে বের হন। এরপর টাকার ব্যাগটি তার মোটরসাইকেলের হাতলে রাখেন। এ সময় অপরিচিত একজন বয়স্ক মানুষ তাকে বলেন, ‘আপনার গাড়ির নিচে টাকা পরে গেছে।’ তাৎক্ষনিকভাবে আরেকজন অচেনা লোক বলেন, ‘টাকাগুলো আমার।’

এসময় মাটিতে ছড়িয়ে থাকা টাকা তুলতে যান কয়েকজন। এদিকে চোখের পলকে মোটরসাইকেল থেকে টাকার ব্যাগ নিয়ে উধাও হন সেই ব্যক্তি। পরে টাকা দাবি করা লোককেও আর পাওয়া যায়নি।

শিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চগড় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তার একটি ঋণ ছিল। সেই ঋণ পরিশোধের জন্য সোনালী ব্যাংক থেকে আট লাখ টাকা নেন। যার তিন লাখ টাকা উত্তোলন করেছিলেন তিনি।

সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, এটি দুঃখজনক। টাকা উত্তোলনের পর ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। এখানে এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। ঘটনার সময় ব্যাংকের প্রধান দরজায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিল পুলিশ। তার চোখ ফাঁকি দিয়েই এই ঘটনা ঘটলো।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিভিন্ন থানাসহ আশপাশের জেলায় পাঠানো হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সফিকুল আলম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।