বিস্ফোরক মামলায় কাদের মির্জার অনুসারী গ্রেফতার
নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা অনুসারী আবদুল্লাহ আল মিনারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রামদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিনার বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের আবদুল্লাহ আল মান্নানের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার মিনার কোম্পানীগঞ্জে হওয়া বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, গ্রেফতার মিনারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম