পালানোর চেষ্টা, ৪৫ রোহিঙ্গাকে দ্বীপে ফেলে গেলো মাঝি
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারে পালানোর সময় ৪৫ রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়েছেন নৌকার মাঝি। খবর পেয়ে তাদের উদ্ধারে কোস্টগার্ডের একটি দল রওয়ানা দিয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, ভাসানচর থেকে পালানোর উদ্দেশ্যে তারা নৌকায় উঠলেও তাদের কৌশলে হাতিয়ার স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে পালিয়ে গেছেন মাঝি। সেখানে দুদিন ধরে তারা না খেয়ে আছেন। তাদের মধ্যে ১৫ শিশুও রয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম