জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কার ঘোষণা ইউএনওর
জন্ম ও মৃত্যুর নিবন্ধনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিমাসে পুরস্কার ঘোষণা করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
ইউএনও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটালে রূপান্তরিত করলেও আমরা এখনো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। তাই এ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভালো ফলাফল অর্জনকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মেম্বার ও দফাদারকে প্রতিমাসে পুরস্কৃত করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফজলুল করিম প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন রয়েছে। এ উপজেলার কিছু অংশ বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত এবং বেশিরভাগ ইউনিয়ন নদী উপকূলে অবস্থিত।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম