উদ্ধারের পরদিন আবারো স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৭ অক্টোবর ২০২১

প্রেমিকার সঙ্গে পালিয়ে যাওয়ার ১২ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। কিন্তু এর পরদিন আবারো ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে।

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অপহরণ মামলা করেছে স্কুলছাত্রীর পরিবার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১ অক্টোবর তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ওসি আরও বলেন, তবে উদ্ধারের পরদিন (২ অক্টোবর) ছাত্রীর মা থানায় এসে আবারো অভিযোগ করেন আত্মীয় বাড়ি যাওয়ার পথে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর রেহানিয়া গ্রামের মো. আবদুল শহিদ ওরফে পান ব্যাপারী শহিদের ছেলে মো. রুবেল উদ্দিন (২৫) সঙ্গে থাকা তিন-চারজনসহ ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।