চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকার হেরোইনসহ একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৭ অক্টোবর ২০২১

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৯০০ গ্রাম হেরোইনসহ রিপন আলী (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুন ইসলামপুর মিয়াপাড়া মহল্লার মৃত আবদুল গফুরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে একটি দল মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে রিপন আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক কেজি ৯০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯০ লাখ টাকা ।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।