মেয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো মায়ের
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় মেরিনা বেওয়া (৭১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেরিনা বেওয়া উপজেলার শৈলধুকড়ী গ্রামের মৃত মোজাফফর রহমান আকন্দের স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান, মেরিনা বেওয়া শেরপুর উপজেলায় তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে আড়িয়া বাজার স্ট্যান্ডে গাড়ি থেকে নেমে ঢাকা-বগুড়া মহাসড়কের পার হচ্ছিলেন তিনি। এসময় শাহ ফতেহ আলী নামে একটি দ্রæতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মেরিনা বেওয়া।
স্থানীয়রা জানান, আড়িয়া বাজার এলাকায় গত এক মাসে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪/৫ জন মারা গেছেন। আড়িয়া বাজার স্ট্যান্ডে মহাসড়কের ওপর প্রতিদিন বাজার বসায় হাজার হাজার লোকের সমাগম হয়। এছাড়া মহাসড়কে অটোটেম্পু, ইজিবাইক, রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে যাত্রী ওঠা-নামা করে। এতে করে রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহেতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ অভিযান অব্যাহত রয়েছে।
এফআরএম/এএসএম