স্ত্রীকে বাঁচাতে গিয়ে নদীতে প্রাণ গেলো স্বামীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ অক্টোবর ২০২১
ফাইল ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে ধলেশ্বরী নদীতে ডুবে মারা গেলেন স্বামী। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামনগর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আসিফ ইকবাল টিটু (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আবদুল করিমের বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১)। এসময় পাশেই টিটু বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ দেখতে পান তার স্ত্রী টুনি পানিতে ডুবে যাচ্ছে। স্ত্রীকে উদ্ধার করতে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।