সকালে ভাই-ভাবির সঙ্গে বিতণ্ডা, দুপুরে মিললো গৃহবধূর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১০ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ভোলায় ভাই-ভাবির সঙ্গে বাগবিতণ্ডার জেরে ফিরোজা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামের মো. শহীদের স্ত্রী।

ওই ওয়ার্ডের ইউপি সদস‌্য মো. সিরাজ গোলদার জানান, নিহত ফিরোজা বেগম গত কয়েক মাস আগে তার পৈতৃক জমিতে ঘর তুলে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। জমিজমা নিয়ে তার দুই ভাই সাহেব আলী ও আইয়ুব আলীর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল।

এ নিয়ে রোববার সকালে ভাই-ভাবিদের সঙ্গে ঝগড়া হয় ফিরোজার। দুপুরে ফিরোজা তার একমাত্র ছেলে আব্দুল্লাহকে দোকানে পাঠান। ছেলে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মাকে ডাকতে থাকেন। এরপর স্থানীয়রা ছুটে এসে ঘরের ছিদ্র দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মইনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন‌্য মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।