বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২১

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রীতম ভৌমিক (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার প্রীতম উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার প্রদীপ ভৌমিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে আসা যাওয়ার পথে তার সঙ্গে রথবাড়ি মহল্লার প্রীতমের পরিচয় হয়। সেই সূত্র ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের প্রলোভন দেখিয়ে রোববার দুপুরে পরিচিত একজনের বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন ভৌমিক। তরুণী প্রীতমকে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন। ওইদিন রাতে থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন তরুণী। রাতেই অভিযান চালিয়ে ভৌমিককে গ্রেফতার করে পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।