দুই মাদকসেবী সন্তানকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১২ অক্টোবর ২০২১

বগুড়ার শাজাহানপুরে সানোয়ার হোসেন সুমির (৩৭) ও ফরহাদ হোসেন (২০) নামের দুজন মাদকসেবীর জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সানোয়ার হোসেন সুমির উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম পশ্চিমপাড়ার মৃত আফজাল মাস্টারের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। ফরহাদ হোসেন একই গ্রামের পূর্বপাড়ার মোজাহার আলীর ছেলে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এ সময় শাজাহানপুর থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান বলেন, দণ্ডপ্রাপ্তদের দুই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়, তাদের সন্তানরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। নিষেধ করার পরও তারা শুনছেন না। ঘরে বসেই তারা মাদক সেবন করেন। এমন অভিযোগ পেয়ে দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, সানোয়ার হোসেন সুমিরকে এক বছর ও ফরহাদ হোসেনকে ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।