বজ্রপাতে প্রাণ গেলো ১১ মাসের শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৩ অক্টোবর ২০২১
ফাইল ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে মো. আল-আমিন নামের ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত হয়েছেন আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, রাত পৌনে ৩টার দিকে বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই মো. আল- আমিন মারা যায়। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বলেন, নির্জন পাহাড়ের একটি ঘরে বজ্রপাতে শিশুটি মারা যায়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।