পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২১
ফাইল ছবি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সাদিয়া সুলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডাবরভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া সুলতানা ওই এলাকার সাদেকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সাদিয়াসহ কয়েক শিশু বাড়ির উঠানে খেলা করছিল। পরে সাদিয়াকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের পুকুরে নেমে তাকে খোঁজা হয়। এসময় পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, খেলার এক পর্যায়ে সবার অগোচরে সাদিয়া বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সফিকুল আলম/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।