কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ছাত্রলীগ নেতা আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৫ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে রয়েল বড়ুয়া নামের কেন্দ্রীয় ছাত্রলীগের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রিয়াজ নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) শহরের রিভারভিউ স্কুল মাঠে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের আশ্রম পাড়া ও ফকির পাড়ার কিশোর গ্যাংয়ের মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ বাধে। রয়েল বড়ুয়া সেই সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তিনি ছুরিকাঘাতে আহত হন। উপস্থিত কয়জন তাকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সুজন জাগো নিউজকে বলেন, বুকের নিচে বাম পাশে ছুরির আঘাত আছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

তানভীর হাসান তানু/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।