মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় একজন আরোহী আহত হয়েছেন। তারা সবাই একই মোটরসাইকেলে ছিলেন।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপু-মানিকগঞ্জ সড়কের কৌড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা (পালড়া) এলাকার হারুন মিয়ার ছেলে মামুন মিয়া ও সাটুরিয়া উপজেলার চরতিল্লি এলাকার মাহিনের ছেলে সবুজ মিয়া।

স্থানীয় সূত্রে গেছে, সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা ঝিটকা কলেজ গেট এলাকায় দ্রুতগতির দুটি মোরসাইলেকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তি চিকিৎসাধীন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলিফ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত একজনকে নতুন ভবনের ছয়তলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বি.এম খোরশেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।