ভোলায় ছুরিকাঘাতে হোটেল ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২১

ভোলা সদর উপজেলায় মো. আব্দুল বাশার (৪৮) নামে এক হোটেল ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছুরিকাঘাতকারী মো. জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীপুর গ্রামের বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাশার ওই গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে এবং স্থানীয় বাঁশতলা বাজারের হোটেল ব্যবসায়ী।

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন কবির জাগো নিউজকে বলেন, বিকেলের দিকে মানসিক ভারসাম্যহীন জাবেদ হোসেন আব্দুল বাশারের দোকানে ঢুকে পাগলামি করছিলেন। এসময় আব্দুল বাশার তাকে থামানোর চেষ্টা করলে জাবেদ রেগে গিয়ে টেবিলে থাকা ছুরি দিয়ে বাশারকে আঘাত করেন। পরে স্থানীয়রা বাশারকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, হত্যাকারী জাবেদকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।