রংপুর মেডিকেলে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ, অবরুদ্ধ পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০২১

করোনাকালীন প্রণোদনার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা দিয়েছেন হাসপাতালের নার্সরা।

রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেননা বলে ঘোষণ দিয়েছেন তারা।

হাসপাতালের নার্স ফজলে রাব্বি লিখন বলেন, ‘সরকার আমাদেরকে দুটি বেসিক পরিমাণ প্রণোদনার ঘোষণা দিয়েছে। ডাক্তার-কর্মচারী সবাই পেয়েছেন। কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। সবশেষ গত মাসের ২২ তারিখে তালিকা দিয়েছি। কিন্তু সেই তালিকা পাঠানো হয়নি। আমরা যতটুকু জেনেছি, প্রণোদনার টাকা ফেরত গেছে। এ নিয়ে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

নার্স শাহিনা পারভীন বলেন, ‘আমরা বারবার তার কাছে গিয়েছি, তালিকা দিয়েছি। কিন্তু তিনি তালিকা পাঠাননি। আমরা কাজে যোগ দেব না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে গেলে তিনি অশোভন আচরণ করেন। ফুলদানি রাগে ছুড়ে ফেলেন, টেলিফোন ছুড়ে ফেলেন। আমরা তো তার কাছে করুণা চাচ্ছি না। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমাদের দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

তবে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম।

জিতু কবীর/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।