চিপস আনতে দোকানে গিয়ে আর ফেরেনি শিশু সিফাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৭ অক্টোবর ২০২১

সুনামগঞ্জে সিফাত নামের পাঁচ বছর বয়সী একটি শিশু এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) সকালে মা শ্যামা বেগমের সঙ্গে সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগর নানা বাড়িতে বেড়াতে যায় শিশু সিফাত। বিকেল ৫টার দিকে সে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে চিপস আনতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। এক সপ্তাহ ধরে ছেলের খোঁজ না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা।

সিফাতের গায়ের রং কালো, উচ্চতা ৩ ফুটের বেশি। মুখমণ্ডল হালকা লম্বাটে, হালকা পাতলা গড়ন। তার পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট।

সিফাতের নিখোঁজের ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তার সন্ধান পেলে ০১৭৬৭-৩৮৩২৫০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।