ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার শফিউল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৯ অক্টোবর ২০২১

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১২ জেলার পুলিশ সুপাররা।

গাজীপুরের পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর মধ্যে পুলিশ সুপার ছাড়াও শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন, সাব ইন্সপেক্টর ও অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।