কয়লা উত্তোলন করতে গিয়ে কিশোর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২০ অক্টোবর ২০২১
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোয়ারিতে কয়লা উত্তোলন করতে গিয়ে জুনাইদ মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার টেকেরঘাটের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে কয়লা উত্তোলন করতে যায় কিশোর জুনাইদ। কয়লা উত্তোলনের এক পর্যায়ে কোয়ারির ওপরে থাকা চুনাপাথরের একটি খণ্ড ছিটকে তার ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জম্মত আলী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।