পাচারের সময় বিরামপুর সীমান্তে ৮০ ভরি স্বর্ণসহ আটক ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২১

পাচারের সময় বিরামপুর সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ গুলজার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুই নম্বর কাটলা ইউনিয়নের কাটলা-বিরামপুর পাকা রাস্তার পাশের বিদ্যুৎ স মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

গুলজার রহমান কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে বিরামপুর রাস্তা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে কাটলা বাজারের সামনে অবস্থান নেয় পুলিশ। এসময় সেখানে গুলজার রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে গুলজার ওই মিলের কাঠের গুড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া আটটি স্বর্ণের বারের ওজন ৮০ ভরি।

ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।