চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।
তিনি জানান, নির্বাচন কমিশন থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে তা বিস্তারিত জানাতে পারেননি তিনি। বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ভোটগ্রহণের কথা ছিল।
এ পৌরসভায় ১৫টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটার আছেনে এক লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে পুরুষ ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭৪ হাজার ৬৫ জন।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস