প্রযুক্তির অপব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০২১

তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধে সবাই সচেতন হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তির যাতে অপব্যবহার না হয় সে জন্য পারিবারিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। নতুন প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার করে সেজন্য তাদের জ্ঞানের সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে।

একই সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দেশের অশান্তি হোক তা কোন ধর্মেই লেখা নেই। সকল ধর্মেই সারা বিশ্বের মানুষ যেভাবে সম্প্রীতি বজায় রেখে চলতে পারে তার বিষয়ে লেখা রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দিনাজপুর-১ আসনের এমপি শ্রী মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিম হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।