পুলিশের নিয়োগ পরীক্ষা চলাকালীন মাঠেই তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০২১
ফাইল ছবি

পুলিশ হয়ে দেশকে সেবা দেওয়ার স্বপ্ন নিয়ে গাজীপুর পুলিশ লাইনস মাঠে শারীরিক পরীক্ষা দিতে এসেছিলেন ফাহিম চৌধুরী (২০)। তবে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হলো না তার। মাঠেই মারা গেলেন তিনি।

শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুর পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

ফাহিম গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার উত্তর খাইলকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নেন ফাহিম চৌধুরী। শারীরিক পরীক্ষা চলাকালে তিনি টেলিকম টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এসময় সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাহিমকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পুলিশ লাইনস মাঠে টেলিকম টাওয়ারে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাহিম।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সানোয়ার হোসেন বলেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসেন ফাহিম চৌধুরী। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হননি।

তিনি আরও বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা উঠলে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করা হয়েছে। ওই টাওয়ারে কোনো বিদ্যুৎ ছিল না বলে তারা জানিয়েছেন। তবে ময়নাতদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।